দেশজুড়ে

বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপরে খোয়াই নদীর পানি

হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে আজ রোববার সকালে নদীর পানি বৃদ্ধি পায়।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শনিবার রাত ১টা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসীমার ৯.৫ মিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এরপর হঠাৎ করেই পানি বাড়তে থাকে।

রোববার সকাল ১০টায় বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। দুপুর ১টায় পানি বেড়ে বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত জানান, নিম্নচাপের কারণে বাংলাদেশের উজানে ভারতীয় অংশে বৃষ্টিপাতের কারণে খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড নদীর পানি বৃদ্ধির বিষয়টি পর্যবেক্ষণ করছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস