নাটোরের চাঁদপুর এলাকা থেকে আটক ২ জেএমবি সদস্যের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া আগামী ৩ জুনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ওই আদালত।
রোববার সকালে ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে নাটোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০২ এ জেএমবি সদস্য ফজলুর রহমান ও শহিদুল ইসলামকে হাজির করে জামিন আবেদন করা হয়।
আদালতের বিচারক সামসুল আল আমিন জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া আগামী ৩ জুনের মধ্যে পুলিশকে আদালতে প্রতিবেদন দাখিলের আদেশ দেন আদালত। পরে ফজলু ও শহিদুলকে নিরাপত্তা দিয়ে নাটোর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
এরআগে গত ১৩ জানুয়ারি শুক্রবার রাতে সদর উপজেলার চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাইম বোম তৈরির সরঞ্জাম, পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ তাদের আটক করে বগুড়া গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম।
রেজাউল করিম রেজা/এফএ/জেআইএম