জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের ৮ম শ্রেণির এক ছাত্রীকে চেতনানাশক ওষুধ পান করিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার রাতেই নিজ বাড়ি থেকে অভিযুক্ত সুইট হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।
এছাড়া ওই রাতে স্থানীয়দের সহায়তায় পুলিশ মেয়েটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করিয়েছে। আটক সুইট পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ধর্ষণের শিকার ওই কিশোরীর পরিবারের উদ্ধৃতি দিয়ে পাঁচবিবি থানা পুলিশের ওসি আশরাফুল ইসলাম জানান, ৮ম শ্রেণির ওই ছাত্রী রোববার সকালে স্কুলে যাওয়ার পথে প্রতিবেশী বখাটে সুইট তাকে নিয়ে বিনোদন পার্কে বেড়ানোর নাম করে জয়পুরহাট পৌর শহরের বিশ্বাস পাড়ার একটি বাসায় নিয়ে যায়। সেখানে পানির সঙ্গে চেতনানাশক ওষুধ পান করানোর পর তাকে ধর্ষণ করে।
অবস্থা বেগতিক জেনে বখাটে সুইট মেয়েটিকে হিলিগামী যাত্রীবাহী বাসে উঠিয়ে দিলে বাসটি হিলি বাসস্ট্যান্ডে মুমূর্ষু মেয়েটিকে নামিয়ে দেয়।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে হিলি বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করে প্রথমে হাকিমপুর উপজেলা হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
ধর্ষণের শিকার মেয়েটির স্বজনরা জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তারা জানতে পারেন যে মেয়েটিকে ফুসলিয়ে জয়পুরহাট শহরের বিনোদন পার্কে বেড়াতে নিয়ে গেছে। ওই বখাটে এভাবে তাদের মেয়ের সর্বনাশ করবে এ কথা কল্পনাও করতে পারেননি। তারা বখাটে সুইটের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
জয়পুরহাটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে আরো জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
রাশেদুজ্জামান/এফএ/জেআই্এম