দেশজুড়ে

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি : শাহজাদপুরের মেয়র পুত্র গ্রেফতার

সামাজিক যোগাযোগ ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে প্রকাশ করার মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সহ-সভাপতির ছেলে সজিব মিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার পৌর সদরের দ্বাড়িয়াপুর মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।শাহজাদপুর থানার পরিদর্শক আব্দুল হাই জানান, সজিব তার ফেসবুক আইডিতে গত ২৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে প্রকাশ করে। বিষয়টি প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। এ ঘটনার পর থেকে সে পলাতক ছিল। বুধবার বিকেলে গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।আরএস/আরআই