দেশজুড়ে

শেরপুরে যুদ্ধাপরাধের মামলায় চিকিৎসক গ্রেফতার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেরপুরের নকলার হোমিও চিকিৎসক ডা. এমদাদুল হক খাজাকে গ্রেফতার করেছে পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে সোমবার ভোরে নকলার কুর্শা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

শেরপুরের পুলিশ সুপার মো. রফিকুল হাসান গণি বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আকরাম হোসেনের নামে গ্রেফতারি পরোয়ানা জারির পর নকলা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এদিকে, নকলা উপজেলার বিবীরচর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে ও ময়মনসিংহ জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আকরাম হোসেনকেও পুলিশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে গ্রেফতার করেছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ রোববার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহের গোয়াইলকান্দি ইটাখোলা রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করে।

হাকিম বাবুল/আরএআর/এমএস