দেশজুড়ে

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় মামলা

দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ শেখহাটি এলাকায় সুবল ঘোষের মালিকানাধীন যমুনা অটোরাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সকালে বয়লার বিস্ফোরণে নিহত রিপনের স্ত্রী মোছা. মদিনা বেগম বাদী হয়ে যমুনা অটো রাইস মিলের মালিক সুবল ঘোষসহ তিনজনকে আসামি করে কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেছেন।

গত রোববার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শহরের নিমনগর বালুবাড়ীর বাসিন্দা মো. শওকত আলীর ছেলে মো. রিপন (৩০)।

এ ব্যাপারে কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, যমুনা অটোরাইস মিলের মালিক সুবল ঘোষ, কমল ও একরামুলকে আসামি করে মামলা করেছেন নিহত রিপনের স্ত্রী মদিনা বেগম। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

অসাবধানতা ও অবহেলার কারণে বয়লার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে মর্মে মামলায় উল্লেখ করা হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ শেখহাটি এলাকায় সুবল ঘোষের মালিকানাধীন যমুনা অটোরাইস মিলে বয়লার বিস্ফোরণ ঘটলে ২৮জন দগ্ধ হন। দগ্ধ ২১ জনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৯ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দগ্ধ ২৮ জনের মধ্যে রোববার পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।

এরা হলেন- আলী, মো. আরিফ, অঞ্জলী বালা, রস্তম আলী, রনজিৎ বসাক, সফিকুল ইসলাম, উদয় চন্দ্র, দেলোয়ার হোসেন, দুলাল চন্দ্র, মুকুল মিয়া, মো. মুন্না, মো. রিপন ও মনোরঞ্জন রায়।

রংপুর মেডিকেল হাসপাতালে এখনও চিকিৎসাধীন সাত শ্রমিকের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে তিনজনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।

এমদাদুল হক মিলন/আরএআর/আরআইপি