জনগণকে ট্রাফিক সচেতনায় অভিনব কৌশল গ্রহণ করেছে ট্রাফিক পূর্ব বিভাগ। এরই অংশ হিসেবে সচেতন ও নিরাপদে ঘরে ফিরতে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়েছে।
সোমবার রাজধানীর রামপুরা ট্রাফিক জোনের অধীন যাত্রাবাড়ী কোনাপাড়ায় ড. মাহাবুবুর মোল্লা কলেজে সচেতনতামূলক এ সভার আয়োজন করা হয়। সভায় শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ডিএমপি কমিশনারের সচেতনতামূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
রামপুরা ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, আমাদের ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এ অভিনব কৌশল গ্রহণ করা হয়েছে। সভায় সচেতনতামূলক ভিডিও চিত্র প্রদর্শনীর পাশাপশি রামপুরা ট্রাফিক জোনের জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
এছাড়া সভায় ট্রাফিক পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইদুল ইসলাম ট্রাফিক সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
জেইউ/আরএস/আরআইপি