ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কামরুন নাহার (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উপজেলার চরচারতলা ইউনিয়নের চরচারতলা গ্রামের নিহতের শ্বশুর বাড়ির একটি পরিত্যক্ত পানির ট্যাংক থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কামরুন নাহার চরচারতলা গ্রামের আরিফুল হক রনির স্ত্রী।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল থেকেই গৃহবধূ কামরুন নাহার নিখোঁজ ছিলেন। পরে অনেক খোঁজাখুঁজি করে বিকেলে বাড়ির একটি পরিত্যক্ত একটি পানির ট্যাংকে কামরুন নাহারের মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়।
ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার মৃত্যুর কারণ জানা যাবে।
আজিজুল সঞ্চয়/এএম/আরআইপি