এ বছর জয়পুরহাট জেলায় ভুট্টার আবাদ বেড়েছে। ফলে চাষিরা চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন আশা করছেন। তাই তাদের মধ্যে খুশির আমেজ দেখা যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলায় এ বছর ৫শ হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার মেট্রিক টন। এরই মধ্যে ৩৬০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ সম্পন্ন হয়েছে এবং কিছু কিছু জমিতে আগাম ফলনে ভুট্টাও ধরতে শুরু করেছে।জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক এ জেড এম সাব্বির ইবনে জাহান জানান, জেলার সদর উপজেলায় ১শ হেক্টর, পাঁচবিবিতে ৩শ হেক্টর ও আক্কেলপুর উপজেলায় ১শ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসএস/আরআইপি