দেশজুড়ে

বিএনপি নেতা টুকুর জামিন নামঞ্জুর

সিরাজগঞ্জে ট্রেনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা চারটি মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। শুনানি শেষে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ শেখ মেরিনা সুলতানা জামিন নামঞ্জুর করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শুনানিতে ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে অংশ নেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীন।

প্রসঙ্গত, ২০১১ সালের ১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়দাবাদ মুলিবাড়ী রেলক্রসিংয়ের পাশে খালেদা জিয়ার সমাবেশ চলাকালে ট্রেনের নিচে কাটা পড়ে বিএনপির ছয় কর্মী নিহত হয়। এ ঘটনায় বিএনপি কর্মীরা ট্রেনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ ঘটনায় ইকবাল হাসান মাহমুদ টুকুসহ ২/৩ হাজার নেতাকর্মীকে আসামি করে একাধিক মামলা দায়ের করা হয়। এই মামলায় গত ১০ এপ্রিল ইকবাল হাসান মাহমুদ টুকু আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি ঢাকার কাশিমপুর কারাগারে আটক রয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম