বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, বিএনপি নিবন্ধন বাতিলের চিন্তা করে না। ধানের শীষের নিবন্ধন বাতিল হলে ইনু সাহেবের মশাল ও রাশেদ খান মেননের কাস্তের নিবন্ধনও বাতিল হবে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা জজ আদালতে সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর জামিন আবেদন শুনানি শেষে আইনজীবী সমিতি ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
জয়নুল আবেদীন বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ তথা সমগ্র উত্তরাঞ্চলের জনপ্রিয় নেতা। রাজনীতি থেকে দূরে রাখতেই মিথ্যা মামলায় তাকে কারাগারে আটক রাখা হয়েছে। ট্রেন পোড়ানো মামলার অধিকাংশ আসামিই জামিনে মুক্ত আছে। তাদের যে ধারায় জামিন দেয়া হয়েছে ইকবাল হাসান মাহমুদ টুকুর একই ধারায় জামিন চাওয়া হয়েছে। অথচ বার বার আবেদন করা হলেও তাকে জামিন দেয়া হচ্ছে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই টুকুকে মুক্ত করবো।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোকাদ্দেস আলী, সহ-সভাপতি মজিবর রহমান লেবু, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, প্রচার সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা ও ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম