সুনামগঞ্জের তাহিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় আকিজা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আকিজা বেগম উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের ছায়েব আলীর স্ত্রী।
বানিয়াগাঁও গ্রামের বাসিন্দা ইউপি সদস্য নুরুল আমীন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দিন বিপ্লব জানান, প্রাথমিক চিকিৎসা শেষে ওই বৃদ্ধাকে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রী নন্দন কান্তি ধর জানান, মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় নিহত বৃদ্ধার নাতি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজু আহমেদ রমজান/এআরএস/জেআইএম