সুনামগঞ্জের হাওর-জলাশয় বা নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার বেলা ১১টা থেকে এ আদেশ বলবৎ থাকবে বলে জাগো নিউজকে জানিয়েছেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) শেখ রফিকুল ইসলাম।
তিনি বলেন, আজ থেকে জেলার হাওর-জলাশয় বা নদীতে মাছ ধরতে পারবে স্থানীয় কৃষক ও মৎস্যজীবীরা।
হাওরবাসীকে সতেজ ও তাজা মাছ খাওয়ার পরামর্শ দিয়ে জেলা প্রশাসক বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি মৎস্য অফিসের পক্ষ থেকে মাইকিং করে জানানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, অসময়ে তলিয়ে যাওয়া হাওরগুলোর মধ্যে কয়েকটি হাওরে ধান পচে সৃষ্ট বিষাক্ত গ্যাসে মাছে মড়ক লাগায় গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।
রাজু আহমেদ রমজান/আরএআর/পিআর