নিজের ক্যারিয়ারের প্রথম দ্বিশতক করে শেষ পর্যন্ত সাজঘরে ফিরলেন মোহাম্মদ হাফিজ। শুভাগত হোমের বলে আউট হওয়ার আগে অভিজ্ঞ এই অলরাউন্ডার করেন ২২৪ রান।শেষ খবর পাওয়া পর্যন্ত ১১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৪০৬ রান। অধিনায়ক মিসবাহ-উল-হক ৩৫ আর আসাদ শফিক ১ রান নিয়ে ব্যাট করছেন। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৩২ রান পেরিয়ে ৭৪ রানের লিড নিয়েছে পাকিস্তান।খুলনা টেস্টের প্রথম ইনিংসে ১ উইকেটে ২২৭ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও আজহার আলি। কিন্তু দলীয় ২৭৭ রানের মাথায় শুভাগত ফিরিয়েছেন আজহার আলীকে। বোল্ড হওয়ার আগে করেছেন ৮৩ রান। বিরতির পর ৩৩ রান করা ইউনুস খানকে ফেরান তাইজুল ইসলাম।এমআর/পিআর