দেশজুড়ে

মেহেরপুর ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

মেহেরপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ১৫টি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়।

বাকি ১৩টি কেন্দ্রের ভোট গণনা করছেন সংশ্লিষ্টরা। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৩০ হাজার ৯৬৫ জন। এর মধ্যে ৮০ ভাগের ওপরে ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস। তবে কেন্দ্র ভিক্তিক ফলাফল আসলে ভোট প্রদানের নির্দিষ্ট হার জানা যাবে।

মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মাহফুজুর রহমান রিটন, বিএনপি প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু ও সাংস্কৃতিক কর্মী নিশান সাবের প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালে মেহেরপুর পৌর পরিষদের মেয়াদ শেষ হয়। ২০১৫ সালে দেশের মেয়াদোত্তীর্ণ বেশিরভাগ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

কিন্তু সীমান্ত সংক্রান্ত জটিলতার মামলায় মেহেরপুর পৌরসভা নির্বাচন হয়নি। মামলা নিষ্পত্তির পর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আসিফ ইকবাল/এএম/পিআর