খেলাধুলা

সিলগালা গাদ্দাফি স্টেডিয়াম

কর বকেয়া থাকার কারণে এক্সাইজ ও কর কর্তৃপক্ষ পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়াম সিলগালা করে দিয়েছে। ২০০২ সাল থেকে পিসিবি ঠিকমত গাদ্দাফি স্টেডিয়ামের কর পরিশোধ করছে। শেষ ১৩ বছর যাবত পিসিবি তাদের কর পরিশোধ করছে না। বর্তমানে পিসিবির বকেয়া করের পরিমাণ ৫ কোটি ২৩ লক্ষ টাকা। বুধবার লাহোর উচ্চ আদালত পিসিবির আবেদন বাতিল করে দিলে আজ বৃহস্পতিবার এক্সাইজ ও কর কর্তৃপক্ষ গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবির অফিস, দোকান সব বন্ধ করে দেয়। এ সম্পর্কে পিসিবির আইনজীবী তাফাযুল রিজভি সংবাদ মাধ্যম কে বলেন,  আদালতের কপি পাওয়ার পর পিসিবি আবার উচ্চ আদালতে আবেদন করবে। আর জিম্বাবুয়ে সফরের আগে এমন একটি সিদ্ধান্ত ক্রিকেটের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। তবে পিসিবি চেয়ারম্যানের অনুরোধে স্টেডিয়ামের ১২টি গেইট খোলা রেখে একটি গেইট বন্ধ রাখা হয়েছে।এমআর/পিআর