শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানের নারী শিক্ষার অগ্রদূত ও মানবাধিকার কর্মী মামালা ইউসুফ জাইয়ের উপর হামলার ঘটনায় ১০ জনকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বৃহস্পতিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রদেশ সোয়াতের একটি আদালত এ রায় দেন। রায়ে দোষীদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। খবর বিবিসি। খবরে বলা হয়, দোষীদের সকলেই তেহরিক ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্য। আটককৃতরা পাকিস্তান তালেবান প্রধান মোল্লা ওমরের অধীনে কাজ করছিল। ২০১৪ সালের সেপ্টেম্বরে দেশটির সেনাবাহিনী তাদের আটক করে।উল্লেখ্য, ২০১২ সালের অক্টোবরে নারী শিক্ষা বিস্তারে অবদান রাখার জন্য মালালার মাথায় গুলি করে তালেবানরা। সোয়াতে মালালার স্কুলবাসে হামলার সময় আরো দুই শিক্ষার্থী আহত হয়েছিল। পরে দেশ-বিদেশে কয়েকদফা চিকিৎসার পর আশঙ্কামুক্ত হন মালালা। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। তারপর নারী শিক্ষার অবদানে ‘আইডলে’ পরিণত হন মালালা।এএইচ/পিআর