রাজনীতি

ঢাকা দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগ নেতা অপহৃত

ঢাকা দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক খন্দকার মো. আরমান (৪০) অপহৃত হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।বুধবার রাতে রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে একটি সাদা মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করে রাতেই মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন অপহৃতের স্ত্রী নিগার সুলতানা।বৃহস্পতিবার দুপুরে নিগার সুলতানা জানান, ‘প্রতিদিন বাসায় ফেরার সময় সন্ধ্যা কিংবা রাতে আরমানের সঙ্গে ফোনে কথা হতো। কল কেটে দিয়ে সব সময় ব্যাক করতো সে।বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ফোন করলে সে কল কেটে দেয়। এরপর আমাকে আর কল করেনি। রাত ৮টার দিকে আবারও তাকে ফোন করি। এবারও সে কল কেটে দেয়। এরপর ফোন করলে তার ফোন বন্ধ পাই।’তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে মতিঝিলে অবস্থিত আরএস ভবনে আরমানের অফিসে যান নিগার সুলতানা। সেখানে কর্মরত কর্মচারী জানান দৈনিক বাংলা থেকে আসা একটি ফোনে আরমান বেড়িয়ে গেছেন।এরপর ওই কর্মচারীকে নিয়ে দৈনিক বাংলায় গেলে পরিচিতদের মাধ্যমে জানতে পারেন, আইএফআইসি ব্যাংকের সামনে থেকে একটি সাদা মাইক্রোবাসে করে আরমানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।তবে কে বা কারা নিয়ে গেছে তা তারা জানাতে পারেননি কেউই। এঘটনায় মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।অপহৃতের পরিবারের অভিযোগ, সিটি নির্বাচনে সরকার দলের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেছেন আরমান। ওই প্রার্থী নির্বাচিতও হয়েছেন। এতে প্রতিপক্ষের লোকেরা ক্ষুদ্ধ হয়ে তাকে তুলে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা তাদের।এব্যাপারে যোগাযোগ করা হলে মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিএম ফরমান আলী জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা কে এম আরমান নিখোঁজের ঘটনায় একটি জিডি হয়েছে। আরমান সাহেবকে কেউ উঠিয়ে নিয়ে গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।জেইউ/এআরএস/পিআর