দেশজুড়ে

ডিজিটাল বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: রমেশ চন্দ্র সেন

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন বলেছেন, আমাদের বাংলাদেশকে ডিজিটাল হিসেবে গড়ে তুলতে হলে কারিগরি শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই। ডিপ্লোমা প্রকৌশলীরা সব সময় এই সেক্টরে সাফল্য বয়ে নিয়ে আসছেন। আমাদের সকলের উচিত এ ডিপ্লোমা শিক্ষার উপর জোর দেয়া। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই কথাগুলো বলেন। এসময় তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ তথা তথ্য-প্রযুক্তি নির্ভর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মধ্যম স্তরের প্রকৌশল শিক্ষাই প্রধান ও মুখ্য ভূমিকা পালন করবে। এ শিক্ষার কোন বিকল্প বর্তমান বিশ্বে নেই। জ্ঞান-বিজ্ঞানে উন্নত জাতিই শুধু তার জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যমে উন্নত জাতিতে পরিণত হতে পারে। বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনার জন্য বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে। ডিপ্লোমা প্রযুক্তিবিদ হিসেবে এরাই হবে ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর। তাই তিনি পলিটেকনিক ইনস্টিটিউটের সকল ছাত্র-ছাত্রীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার এবং নিজেদের যোগ্য প্রকৌশলী হিসেবে গড়ে তোলায় মনোনিবেশ করার আহ্বান জানান।পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী, সমাজ সেবক অ্যাড. মকবুল হোসেন বাবু, সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আসাদুজ্জামান।পরে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। এমজেড/পিআর