টাঙ্গাইলের বাসাইলে জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার ফুলকি ইউনিয়নের হাট বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম দুলাল (৪৫)। তিনি উপজেলার হাট বালিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত সুমেজ উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার হাট বালিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত সুমেজ উদ্দিনের ছেলে হানিফ (৫০) ও দুলালের (৪৫) মধ্যে জমি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।এ নিয়ে দুইজনের মধ্যে পাল্টাপাল্টি মামলাও চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে ছোট ভাই দুলালের করা মামলার তদন্ত করতে যায় বাসাইল থানা পুলিশ।
নিহতের স্বজনরা জানান, পুলিশ চলে যাওয়ার পর বড় ভাই হানিফসহ কয়েকজনে মিলে বিকেলে ছোট ভাই দুলালের ওপর হামলা চালায়। এতে দুলাল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী সুফিয়া বেগম বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মামলা চলছিল। পুলিশ ওই মামলার তদন্ত করে চলে যাওয়ার পর আমার স্বামীকে ওরা ১২/১৩ জনে মিলে লাঠি দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে।
এ ব্যাপারে বাসাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস