পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এসকে আবুল খায়ের চৌধুরী (৫৫) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র্যাব-৮। বুধবার দুপুরে স্থানীয় মাতুব্বর ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়।
আটক আবুল খায়ের চৌধুরী মাগুরা জেলার শ্রীকোল গ্রামের আব্দুস সত্তার চৌধুরীর ছেলে। তিনি মঠবাড়িয়া পৌর শহরের টিঅ্যান্ডটি রোড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।
আটক আবুল খায়ের চৌধুরীকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দাস তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় কাগজপত্র যাচাই-বাছাই না করে ভুয়া চিকিৎসক রাখার অভিযোগে ভোক্তা আইনে মাতুব্বর ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিকেল ৫ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ভুয়া চিকিৎসককে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি বলে জানিয়েছেন মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম।
এর আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট পৌর শহরের কেএম লতিফ সুপার মার্কেট থেকে আলমগীর নামের এক চিকিৎসককে ৫০ হাজার টাকা, দক্ষিণ বন্দরের রিয়াজুল হকের ফার্মেসিকে ৩০ হাজার টাকা এবং কম্পিউটারে অশ্লীল ছবি রাখার দায়ে সাবরেজিস্ট্রি রোডের সিডি পট্টি থেকে তিন সিডি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
হাসান মামুন/আরএআর/জেআইএম