রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ মো. কামাল সরদার (৩২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বুধবার দুপুর দেড়টার দিকে ওই ইউনিয়নের দয়ালনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কামাল সরদার চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের দুলু সরদারের ছেলে।
রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দয়াল নগর এলাকার ছত্তার মেম্বারের বাড়ির পাশের বাঁশ বাগান থেকে একটি দেশি তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ কামালকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কামালের বিরুদ্ধে দুটি ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। এর মধ্যে তিনি একটি ডাকাতি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি বলেও জানান ওসি মো. ওবাইদুর রহমান।
রুবেলুর রহমান/এএম/জেআইএম