শরীয়তপুরে অটোরিকশা থেকে এক নারীর স্বর্ণের চেইন ছিনতাই করার সময় তিন নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। বুধবার বেলা ২টার দিকে শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কের কাশিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের জুনায়েত সিকদারের স্ত্রী পারভীন বেগম (৩৫), বাচন মিয়ার স্ত্রী স্বর্ণা আক্তার (২০) ও খালেকের স্ত্রী আশা আক্তার (২০)।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, সদর উপজেলার দড়িচর দাতপুর গ্রামের হারুন-অর-রশিদের স্ত্রী লুৎফা বেগম আংগারিয়া বাজার থেকে অটোরিকশায় বাড়িতে যাচ্ছিলেন। অটোরিকশায় ওই তিন নারীও ছিলেন।
এ সময় লুৎফার গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই নারী ছিনতাইকারীরা। স্থানীয় এলাকাবাসী ওই তিন নারীকে আটক করে আংগারিয়া পুলিশ ফাঁড়িতে জানায়। পরে পুলিশ গিয়ে তাদের পালং থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ছগির হোসেন/আরএআর/পিআর