দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে ডাকাতি মামলার আসামিসহ গ্রেফতার ৫

জেলার শায়েস্তাগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি ও বিভিন্ন মামলার ৫ পলাতক আসামি গ্রেফতার হয়েছে। বুধবার তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার রাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই আতিকুল আলম খন্দকার, আবুল কালাম আজাদ, জাকির হোসেন, শাহানুর রহমান, এএসআই জাকির হোসেনসহ একদল পুলিশ।

এ সময় শায়েস্তাগঞ্জের ফরিদপুর গ্রামের বাসিন্দা ডাকাতি মামলার আসামি আব্দুল হাই (৪০) ছাড়া বিভিন্ন মামলার পলাতক আসামি শায়েস্তাগঞ্জের মেরাসানী গ্রামের জুয়েল মিয়া (২৬), এয়ার হোসেন (৪৫), সুরাবই গ্রামের আইনুল মিয়া(২০) ও রতন মিয়াকে (২২) গ্রেফতার করে পুলিশ।

কামরুজ্জামান আল রিয়াদ/এএম/এমএস