দেশজুড়ে

শরীয়তপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারি কোষাগারে থেকে দেয়ার দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন শরীয়তপুর জেলা শাখা।

বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শরীয়তপুর পৌরসভায় এ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক পৌর কাউন্সিলরদের বৈষম্যমূলক মাসিক সম্মানি ভাতা বৃদ্ধির প্রতিবাদও জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন শরীয়তপুর জেলা শাখার সভাপতি শরীয়তপুর পৌরসভার সচিব মো. এনামুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সদস্য লক্ষ্মী ক্যান্ত হালদার, বৃহত্তর ফরিদপুর আঞ্চলিক কমিটির আইন বিষয়ক সম্পাদক মো. বুরহান উদ্দিন, শরীয়তপুর সদর পৌরসভার সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সস্পাদক মো. কামরুজ্জামান বিপ্লব প্রমুখ।

ছগির হোসেন/আরএআর/জেআইএম