সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের হাত থেকে নাশকতা মামলার আসামি জামায়াত নেতা আতোয়ার রহমানকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় নারীরা।
বুধবার বিকেলে উল্লাপাড়া উপজেলার বাখুয়া গ্রামে এ ঘটনা ঘটে। জামায়াত নেতা উল্লাপাড়া উপজেলার রাখুয়া গ্রামের হাসান আলীর ছেলে।
উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ জানান, বুধবার বিকেলে উল্লাপাড়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক কাওছার হোসেন ও মো. আলহাজ বাখুয়া গ্রামের জামায়াত নেতা আতোয়ার রহমানকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন।
গ্রেফতার করে জামায়াত নেতাকে তার বাড়ি থেকে রাস্তায় বের হলে গ্রামের ৫০-৬০ নারী দ্রুত সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়।
এ সময় জামায়াত নেতা আতোয়ার হাতকড়াসহ পালিয়ে যান। আতোয়ার রহমানের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় নাশকতাসহ প্রায় এক ডজন মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।
মঙ্গলবার রাতে তিনি বাড়িতে আসেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে।
ওসি আরও জানান, বাখুয়া গ্রামবাসীকে বুধবার রাতের মধ্যে আতোয়ার রহমানকে থানা পুলিশের হাতে তুলে দেয়ার আলটিমেটাম দেয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস