দেশজুড়ে

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার রাণীহাটি গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে শহিদুল ইসলাম (২৭) ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কামারপাড়া গ্রামের একরামুল হোসেনের ছেলে কাজী (৩০)।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু সেতুপূর্ব ঢাকা মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা নামক স্থানে ঢাকাগামী এবং উত্তরবঙ্গগামী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুই ট্রাকের চালক নিহত হন।

আরিফ উর রহমান টগর/এফএ/পিআর