চিনি মিল বাঁচাও স্লোগান নিয়ে পাবনা চিনি মিল প্রাঙ্গণে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এখানে ৯টি চিনি মিলের নেতারা একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন। সমাবেশ আয়োজন করে বাংলাদেশ চিনি মিল শ্রমিক-কর্মচারী ফেডারেশন।
পাবনা চিনি মিলের ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের নেতা আব্দুল জলির পান্না।
এতে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি নাটোর চিনি মিলের সভাপতি ওবায়দুল্লাহ, নর্থবেঙ্গল চিনি মিলের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক ওমর ফারুক, রাজশাহী চিনি মিলের সভাপতি মুজিবুর রহমান, সম্পাদক মেজবাউল ইসলাম মানু, জয়পুরহাট চিনি মিলের সভাপতি আলী আকতার, সম্পাদক আহসান হাবিব রোমেল, রংপুর চিনি মিলের সভাপতি এসএম জালাল, সম্পাদক তোফাজ্জল হোসেন। সমাবেশ পরিচালনা করেন পাবনা চিনি মিল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল।
এছাড়া সমাবেশে বক্তারা চিনি মিলগুলো বাঁচাতে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণের জন্য কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
আলাউদ্দিন আহমেদ/এএম/জেআইএম