টাঙ্গাইলের সখীপুরে অবৈধভাবে পাচারের সময় ২০০ পিস শাল-গজারি গাছসহ দুইটি ট্রাক আটক করেছে স্থানীয় বন বিভাগ। বৃহস্পতিবার ভোর রাতে টাঙ্গাইল দক্ষিণের এসিএফ মো. সাজ্জাদুজ্জামান, বাশঁতৈল রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক ও নলুয়া বিট কর্মকর্তা মো. আলা উদ্দিন নেতৃত্বে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
এর মধ্যে উপজেলার বাঁশতৈল রেঞ্জের নলুয়া বিটের আমের চারা এলাকা থেকে ৭০ পিস শাল-গজারি গাছসহ একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-০০৯০) এবং অবিরামপুর এলাকা থেকে ১৩০ পিস শাল-গজারিগাছসহ আরেকটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪৩৪৫) আটক করা হয়।
এ বিষয়ে বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, জব্দকৃত ২০০ পিস শাল-গজারি গাছ ও দুটি ট্রাক নলুয়া ও বাশঁতৈল রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে। ট্রাকের মালিকসহ পাচারকারীদের নামে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম