দেশজুড়ে

শরীয়তপুরে ২ ভুয়া পুলিশ আটক

শরীয়তপুরে দুই ভুয়া পুলিশকে অাটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আংগাড়িয়া বাজার সংলগ্ন অাংগাড়িয়া ব্রিজের নিচ থেকে তাদের অাটক করে ফাঁড়ি পুলিশ।

আংগাড়িয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক শাহ্ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা সদর উপজেলার কাশিপুর গ্রামের মৃত রাজাকার সোলেমান মৌলভীর ছেলে রুহুল মোল্লা (৩৫) ও মৃত অাব্দুল রশিদ মোল্লার ছেলে (গ্রাম পুলিশ) মোকলেছ মোল্লা (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার দাতপুর দক্ষিণ ভাষানচর গ্রামের হোসেন সরদারের ছেলে কালু সরদারের বাড়িতে পুলিশ পরিচয় দিয়ে তারা কালুকে অাটক করে। পরে কালুর থেকে চাঁদা দাবি করে। কালুর স্ত্রী সালমা অাক্তার তাদের টাকা দেয়ার অাশ্বাস দিয়ে অপেক্ষা করতে বলে অাংগারিয়া ফাঁড়ির পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে তাদের হাতেনাতে অাটক করে।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, পুলিশ পরিচয়ে দুইজন চাঁদা দাবি করেছে বলে এক নারী আংগাড়িয়া ফাঁড়িতে এসে জানায়। পরে পুলিশের একটি দল রুহুল ও মোকলেছ নামে দুই ভুয়া পুলিশকে আটক করতে সক্ষম হয়।

মো. ছগির হোসেন/এফএ/এমএস