আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে জঙ্গি নির্মুলে সেনবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে তারা বেশ কয়েকটি সফল অপারেশন করেছেন। তবে জঙ্গি কর্মকাণ্ড অনেক কমলেও তা পুরোপুরি নির্মুল হয়নি। বিএনপি যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে দেশ থেকে জঙ্গি হামলার আশঙ্কা অনেক কমে যাবে।
মন্ত্রী শুক্রবার দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দুলপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বাবার নামে আলহাজ ইদ্রিস মিয়া জামে মসজিদ উদ্বোধন ও জুমার নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, গত একনেকের সভায় দেশে জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের জন্য প্রায় ২১ হাজার কোটি টাকা বরাদ্ধ করা হয়েছে। মসজিদগুলোতে কালচারাল ও রিসার্চ সেন্টারসহ অনেকে স্থাপত্য শৈলীর আধুনিক নির্দশন থাকবে ।
এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী, হাজী মুহাম্মদ ইদ্রিসের ছেলে নোয়াখালী ৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী, বড় ছেলে মোহাম্মদ ইব্রাহিম, নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচএম খায়রুল আনাম সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তারসহ উপস্থিত ছিলেন।
মিজানুর/এমএএস/পিআর