দেশজুড়ে

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহিম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আছমান (২৮) নামের অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

আহত শ্রমিককে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে কাউখালী থানার ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন।

মৃত রহিমের বাড়ি পিরোজপুর শহরের মাছিমপুর এলাকায়। আহত আছমানের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানিয়েছে পুলিশ।

হাসান মামুন/এফএ/আরআইপি