দেশজুড়ে

বিপাকে জিয়ানগরের বাঙ্গী চাষীরা

ফলন ভাল হলেও দাম অর্ধেকে নেমে আসায় পিরোজপুরের জিয়ানগরের শতশত বাঙ্গী চাষী বিপাকে পড়েছেন। লাভের মুখ দেখা তো দূরের কথা চাষের জন্য যে পরিমান অর্থ খরচ হয়েছে তা ঘরে তোলাই এখন কঠিন হয়ে পড়েছে কৃষকদের জন্য। প্রতি বছর ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ থেকে ব্যবসায়ীরা জিয়ানগরের বিভিন্ন ক্ষেত ঘুরে চাষীদের কাছ থেকে বাঙ্গী কিনে নিয়ে যান। কিন্তু গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার কারণে কোন ব্যবসায়ী না আসায় চাষীরা হতাশ হয়ে পড়েছেন। এ কারণেই চাষীদের স্থানীয় ও আশপাশের হাট বাজারে নিয়ে কম দামে বাঙ্গী বিক্রি করতে হচ্ছে।      চাষীদের কাছ থেকে জানা যায়, উপজেলার বালিপাড়া ও পত্তাশী ইউনিয়নে বাঙ্গী চাষ বেশি হয়ে থাকে। দুটি ইউনিয়নে এ বছর প্রায় ১০০ একর জমিতে বাঙ্গী চাষ করা হয়েছে। প্রায় দু’শতাধিক চাষী এ বছর বাঙ্গী চাষ করেছেন। গত বছর প্রতি হাজার বাঙ্গী ১৩ থেকে ১৪ হাজার টাকায় বিক্রি হলেও এবছর তারা সর্বোচ্চ ৫ থেকে ৭ হাজার টাকার বেশি বিক্রি করতে পারেন নি। তাও আবার অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে তাদেরকে। এছাড়া শিলাবৃষ্টির কারণে অনেক ক্ষেতের বাঙ্গীতে পচন ধরেছে। আবার বিক্রি করতে না পারায় হাজার হাজার টাকার বাঙ্গী ক্ষেতেই নষ্ট হয়েছে। আর এ অবস্থার কারণে আগামীতে বাঙ্গী চাষ কম হতে পারে বলে চাষীরা ধারণা করছেন। এ ব্যাপারে বালিপাড়া গ্রামের বাঙ্গী চাষী ছগির বলেন, ক্রেতা না আসায় এ বছর চাষীরা হাজার হাজার টাকা লোকসানের মুখে পড়েছেন।এসএস/পিআর