দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে কমিউনিটি পুলিশিং সমাবেশ

ঠাকুরগাঁও জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উন্নয়ন সংস্থা ইএসডিওর কার্যালয় চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা কমিউনিটি পুলিশিংয়ের প্রধান উপদেষ্টা ও পুলিশ সুপার ফারহাত আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী, জেলা পুলিশিং কমিটির আহ্বায়ক ও ইএসডিওয়ের নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, প্রেসক্লাবের সভাপতি আবু তোবার মানিক, সদর থানা পুলিশের ওসি মশিউর রহমান প্রমুখ।

পরে বাল্যবিয়ে, যৌতুক, জঙ্গিবাদ, ইভটিজিং ও মাদকাসক্তিকে না বলি শপথ গ্রহণ করেছে ইকো পাঠশালা ও কলেজ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজেসহ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের শপথ গ্রহণ করান রংপুর পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

মো: রবিউল এহসান রিপন/এএম/জেআইএম