সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মুন্সি নিবিরকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৭টায় সিরাজগঞ্জ শহরের মওলানা ভাসানী ডিগ্রি কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার নিবির পৌর এলাকার মালশাপাড়া মহলার ইকবাল হোসেন মুন্সির ছেলে।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার ছাত্রনেতার বিরুদ্ধে হরতাল অবরোধ চলাকালে পেট্রোল বোমা হামলায় নিহত পান ব্যবসায়ী গনেশ দাস হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি