ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দক্ষিণ পৈরতলা রেলক্রসিংয়ের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- সদর উপজেলার দক্ষিণ জাঙ্গাল গ্রামের মতিন মুহুরির ছেলে ফরহাদ (৩২), কাজীপাড়া মহল্লার নেহার মিয়ার ছেলে নাহিদুল ইসলাম (২৫) ও একই মহল্লার মর্তুজ আলীর ছেলে অদুদ মিয়া (২৭) এবং মেড্ডা এলাকার আবদুর রব মিয়ার ছেলে এরশাদ মিয়া (২৫)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহাগ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, রাতে পৌর শহরের দক্ষিণ পৈরতলা রেলক্রসিংয়ের সামনে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় একটি পাপাইপগান, দুইটি রামদা, একটি ধারালো কাটার ও একটি স্টিলের পাইপসহ ওই ৪ ডাকাতকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস