পটুয়াখালীর কলেজছাত্র মাহাবুবুর রহমান মুসা হত্যা মামলার অন্যতম আসামি মো. মিরাজ হাওলাদার ওরফে কসাই মিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার লোহালিয়ার শেষ সিমানা কুরিপাইকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পটুয়াখালী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, কসাই মিরাজকে ধরতে পুলিশ বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে রাতে কসাই মিরাজকে গ্রেফতার করা হয়। সে কলেজছাত্র মুসা হত্যা মামলার অন্যতম আসামি।
এদিকে, কসাই মিরাজের গ্রেফতারের খবরে তাৎক্ষণিকভাবে দ্রুত বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে নিহতের সহপাঠী, স্বজনসহ এলাকাবাসী।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/এমএস