দেশজুড়ে

পাবনায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

পাবনার সুজানগরে হাফিজুর রহমান (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল ৮টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হাফিজুর উপজেলার তাঁতীবন্দ গ্রামের মাজেদ খন্দকারের ছেলে।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, শনিবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হন ব্যবসায়ী হাফিজুর রহমান। এরপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। রোববার সকালে চন্ডিপুর মাঠের একটি পাট খেতে তার ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে হাফিজুরের মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, দুর্বৃত্তরা তাকে এলোপাতারি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে মাঠের মধ্যে ফেলে রেখে গেছে। পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরএআর/এমএস