দেশজুড়ে

স্কুলছাত্রীর শ্লীলতাহানির দায়ে গৃহশিক্ষকের দণ্ড

সাতক্ষীরার পাটকেলঘাটায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির দায়ে গৃহশিক্ষক রাজু শেখকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

পাটকেলঘাটা থানা পুলিশ আটকের পর রোববার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তালা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান এ সাজা দেন।

পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জাগো নিউজকে বলেন, মির্জাপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সুযোগে মেয়েটির শ্লীলতাহানি করে রাজু শেখ (১৮)।

তিনি মির্জাপুর গ্রামের অালি বক্স শেখের ছেলে। এ ঘটনায় মেয়ের মা থানায় অভিযোগ করলে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেয়া হয়েছে। অন্যদিকে, মাদক ব্যবসায়ী চৌগাছগ্রামের ইউনুচ আলীকে দুই বছরের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

আকরামুল ইসলাম/এএম/পিআর