দেশজুড়ে

অবশেষে বিয়ে হলো মামুন-ঝর্ণার

শরীয়তপুরের নড়িয়ায় স্ত্রীর মর্যাদার দাবিতে গত পাঁচদিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছিলেন এক তরুণী। অবশেষে প্রেমিক গতকাল শনিবার রাতে তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছেন।

স্থানীয় ও পুলিশের সহযোগিতায় এ বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

জানা যায়, ওই তরুণী চাঁদপুর জেলার মতলব (উত্তর) থানার দক্ষিণ সরদারকান্দি গ্রামের জামাল উদ্দিন ছৈয়ালের মেয়ে ঝর্ণা আক্তার জান্নাত। তার প্রেমিক নড়িয়া উপজেলার পূর্ব দিনারা গ্রামের গনি সরকারের ছেলে মামুন সরকার।

ঝর্ণা আক্তার জান্নাত জানান, চার বছর আগে রং নাম্বারে পরিচয় হয় মামুন সরকারের সঙ্গে। প্রথমে বন্ধুত্ব পরে প্রেমে জড়িয়ে পড়েন তারা। গত কয়েকদিন আগে প্রেমের টানে মামুন সরকারের বোন সাজু আক্তারের বাড়িতে বেড়াতে শরীয়তপুরে আসেন ঝর্ণা। সেখানে মামুনের সঙ্গে এক রাত যাপন করেন ঝর্ণা। সেই ঘটনার পরে মামুন তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। প্রেমের টানে গত মঙ্গলবার ঝর্ণা শরীয়তপুর মামুনের বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর থেকেই উধাও হয়ে যান মামুন।

ঝর্ণা বলেন, গতকাল (শনিবার) রাতে মামুন বাড়িতে এসে আমাকে বিয়ে করেন। আমি আমার প্রেমের মর্যাদা পেয়েছি।

স্থানীয় ইউপি সদস্য লোকমান ঢালী বলেন, গত মঙ্গলবার এক তরুণী চাঁদপুর থেকে প্রেমের টানে চলে আসে মামুনদের বাড়িতে। পরে ঘটনাটি জানাজানি হলে নড়িয়া থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় ২৯ এপ্রিল রাতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট রওশন আরা বেগম বলেন, ঘটনাটি আমি শুনেছি। যেহেতু ঝর্ণা ও মামুনের বিয়ে হয়েছে লিগ্যাল কাজ হয়েছে। আমি চাই ওদের সংসার জীবন সুখী হোক।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, আমাদের সহযোগিতায় চাঁদপুর থেকে আসা ঝর্ণা ও নড়িয়ার পূর্ব দিনারা গ্রামের মামুনের সাথে গতকাল রাতে বিয়ে হয়।

মো. ছগির হোসেন/এমএএম/জেআইএম