দেশজুড়ে

পারিবারিক বিরোধে যুবককে কুপিয়ে জখম

পারিবারিক বিরোধের জের ধরে সাতক্ষীরার তালায় রফিকুল ইসলাম নামের এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা চালিয়েছে অপর এক যুবক।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হরিহরনগর বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রফিকুল ইসলামকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামের আলী গাজী ছেলে রফিকুল ইসলাম ও অহেদ আলী গাজীর ছেলে আলমগীরের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে এ ঘটনা ঘটেছে। রফিকুলকে অতর্কিতভাবে আলমগীর এলোপাতাড়ি কুপিয়েছে।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ঘটনার অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আকরামুল ইসলাম/এএম/পিআর