দেশজুড়ে

ঝিনাইদহে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ঝিনাইদহের কালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছাদেকুর রহমান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিতরা হলেন কালীগঞ্জ উপজেলার পারখিদ্দা গ্রামের জলিল শেখের ছেলে ইমরান শেখ (২৪) ও বাবরা গ্রামের মৃত ইনছার গাজীর ছেলে বাদল গাজী (২২)।

ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রাসেল আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে ৯০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের দুইজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অভিযানে ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই জিএম শহিদুল ইসলাম, আব্দুল আজিজ খান, সাইদুল হক উপস্থিত ছিলেন।

আহমেদ নাসিম আনসারী/এএম/পিআর