দেশজুড়ে

২ মাস পর পদ্মা-মেঘনায় প্রকাশ্যে মাছ ধরা শুরু

মার্চ-এপ্রিল দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ১ মে (সোমবার) থেকে পদ্মা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণে নামছেন জেলেরা। জাটকা রক্ষা কর্মসূচি হিসেবে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজেন্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা করা হয়।

এ সময় সকল ধরনের মাছ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও সরবরাহ বন্ধ ছিল। জাটকা রক্ষায় এই দুই মাস চাঁদপুর জেলা টাস্ক ফোর্সের সদস্যরা ছিল কঠোর অবস্থানে।

জেলা মৎস্য কর্মকতার কার্যালয় সূত্রে জানা যায়, দুইমাস চাঁদপুর নৌ-সীমানায় জাটকা নিধনের অপরাধে ১৯৯ জেলেকে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসব ঘটনায় মতলব উত্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর সদর ও হাইমচর থানায় ২৩০টি মামলা হয়েছে। এছাড়াও ১০৩ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ১৩.১৫ টন জাটকা ও দুই টন পাঙ্গাসের পোনা জব্দ করা হয়।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান জাগো নিউজকে বলেন, এ বছর অভয়াশ্রম কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে জেলার মতলব দক্ষিণ, মতলব উত্তর, হাইমচর ও চাঁদপুর সদর উপজেলার তালিকাভুক্ত ৪১ হাজার ১৮৯ জন জেলে পরিবারের মাঝে বরাদ্দকৃত ৪০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। যা আগামী জুন মাস পর্যন্ত চলবে। তবে এবার ইলিশ উৎপাদন বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইকরাম চৌধুরী/আরএআর/জেআইএম