দেশজুড়ে

দোকান খোলার অপরাধে দু`জনকে মারধর

সাতক্ষীরার পাটকেলঘাটায় দোকান খোলার অপরাধে দুই শ্রমিককে পিটিয়ে আহত করেছে ইমারত শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সোমবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় পাটকেলঘাটা থানা পুলিশ আহত দুই শ্রমিককে উদ্ধার করে।

গুরুতর আহত শ্রমিকরা হলেন, পাটকেলঘাটা বাজারের টিনপট্টির শ্রমিক সাধন দাস ও কাঠ ব্যবসায়ী গলক মন্ডল।

তালা উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দাউদের নেতৃত্বে খোকনসহ অন্যান্যরা এ হামলা চালিয়েছে বলে জানান আহতরা।

আহতরা জানান, দোকান খুলে কাজ করছি কেন এটিই আমাদের অপরাধ।

তবে মারপিটের অভিযোগ অস্বীকার করে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দাউদ জানান, কিছু শ্রমিকদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে। আমি আরও ঠেকিয়ে দিয়েছি।

এ বিষয়ে পাটকেলঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিবুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঘটনা শুনেই তাৎক্ষণিকভাবে দুই শ্রমিককে উদ্ধার করা হয়। তবে লিখিত অভিযোগ এখনও দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আকরামুল ইসলাম/এমএএস/এমএস