কালবৈশাখী ঝড়ে মেহেরপুরে আবারো ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাত ৮টার দিকে এক ঘণ্টার ঝড়ে জেলার শতাধিক কাঁচা বাড়িঘরের ছাউনি উড়ে গেছে।
উপড়ে পড়েছে সড়কের পাশের বড় গাছপালা। সড়কের উপরে গাছ পড়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সদস্যরা গাছ কেটে যান চলাচলের ব্যবস্থা করেন। সারারাত পুরো জেলা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।
এদিকে, ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টিপাতের ফলে বোরো ধান নুইয়ে পড়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিচু এলাকার বেরো ধান ও পাট খেতে। এতে ফসলহানির আশঙ্কা করছেন কৃষকরা।
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান জানান, গত রাতে ঝড় এবং বৃষ্টিতে ফসলের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপণের জন্য ফিল্ড অফিসাররা মাঠে আছেন। মাঠ থেকে রিপোর্ট আসলে ক্ষতির পরিমাণ জানানো যাবে।
আসিফ ইকবাল/আরএআর/জেআইএম