রাজবাড়ীর গোয়ালন্দে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই এনজিওকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার মো. আব্দুর রশিদ ও শামছুন্নাহার বেগম। তারা দুজনই এনজিও সংগঠন কেকেএস’র কর্মী বলে জানা গেছে।
গোয়ালন্দ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দিন জানান, দুপুরে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা এসপি গোল্ডেন লাইনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই এনজিওকর্মী ঘটনাস্থলেই মারা যান।
রুবেলু রহমান/আরএআর/জেআইএম