শেরপুরে আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির এক জরুরী সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
একই সঙ্গে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নেছা খানম-এর আদালতও একমাসের জন্য বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার আইনজীবী সমিতির সভাপতির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় তার প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত নিয়েছে আইনজীবীরা।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম কে মুরাদুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
হাকিম বাবুল/এমএএস/আরআইপি