দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মো. শাহিন ইসলাম (৩০) নামে এক নসিমন যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের কদমতলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. শাহিন ইসলাম উপজেলার ভোগনগর ইউনিয়নের চকমোহনপুর গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে।
বীরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এমদাদুল হক মিলন/এএম/আরআইপি