দেশজুড়ে

নাসিরনগরে দুই গ্রামবাসীর সংর্ঘষে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুলাল মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা ও জামারবালি গ্রামের দুই পক্ষের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত দুলাল সোনাতলা গ্রামের সাহেদ মিয়ার ছেলে। এঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার মাঠে গরু চড়ানোকে কেন্দ্র করে সোনাতলা ও জামারবালি গ্রামের রজব আলী ও জৈনক এক ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে মঙ্গলবার বিকেল ৪টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সোনাতলা গ্রামের দুলাল মিয়া মারা যান।

এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আজিজুল সঞ্চয়/এমএএস/এমএস