দেশজুড়ে

বাড়ি থেকে তুলে নিয়ে গৃহবধূকে কোপালো দুর্বৃত্তরা

বাগেরহাটের চিতলমারি থানার কলিগাতি গ্রামে জাহানারা বেগম নামের এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে মুখ বেঁধে কুপিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশ্ববর্তী মাঠে নিয়ে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বত্তরা।

এরপর রাত সাড়ে ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জাহানারা বেগম কালিগাতি গ্রামের মনি মিয়া শেখের স্ত্রী।

আহত গৃহবধূর জামাই একই গ্রামের শহর আলী জানান, কে বা কারা বাড়ি থেকে তাকে তুলে নিয়ে মাঠের মধ্যে মুখ বেঁধে কুপিয়ে ফেলে রেখে যায়। এ সময় বাড়িতে কেউ ছিল না। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর মাঠের মধ্যে মুখ বাঁধা অবস্থায় তাকে পাওয়া যায়।

তিনি বলেন, কারো সাথে কোনো ঝগড়া-বিবাধ নেই। কী কারণে, কারা এটা করলো ধারণা করতে পারছি না।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মুশফিকুর রশিদ জাগো নিউজকে জানান, ওই গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় ও মুখে বেপরোয়াভাবে কোপানো হয়েছে।

আকরামুল ইসলাম/আরএআর/আরআইপি